Dua`s layer - Latest News on Dua`s layer| Breaking News in Bengali on 24ghanta.com
অন্ধকার থেকে চোখের আলোয় দুয়া`স লেয়ার

অন্ধকার থেকে চোখের আলোয় দুয়া`স লেয়ার

Last Updated: Tuesday, February 18, 2014, 12:03

চোখের নতুন স্তর খুঁজে পেলেন ভারতীয় চিকিত্সক হরমিন্দর দুয়া। ব্রিটেনের নটিংহ্যাম বিশ্ববিদ্যালয়ের গবেষনাগারে হরমিন্দর কর্নিয়ার এমন একটি স্তর আবিষ্কার করেছেন যার সাহায্যে গ্লুকোমার থেকে হওয়া অন্ধত্ব রোধ করা যাবে। ১৫ মাইক্রোন মোটা ও যথেষ্ট শক্ত এই স্তর গ্লুকোমায় আক্রান্ত হলে চোখ থেকে ফ্লুইড ক্ষরণ রুখতে বিশেষ ভূমিকা পালন করে। অপথালমোলজির ওপর প্রকাশিত ব্রিটিশ জার্নালে হরমিন্দর দুয়ার আবিষ্কার প্রকাশিত হয়েছে।